প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন সুনিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের ওয়ান স্টপ সার্ভিস দেয়ার 'প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র' উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা কানাডা প্রবাসী সায়মা ওয়াজেদ পুতূলের কয়েকজন সন্তান জন্মগতভাবে অটিস্টিক হওয়ায় অটিষ্টিক বা বুদ্ধি প্রতিবন্ধীদের ব্যাপারে তার যথেষ্ট সহানুভুতি রয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের সেবা দেয়ার জন্য দেশের ৬৪টি জেলায় ৭৩টি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা 'প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র' চালু রয়েছে। এসব কেন্দ্রের সঙ্গে একটি করে অটিজম কর্নারও চালু করা হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।
বুধবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৪ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর হিসেবে উদ্বোধন ও জাতীয় প্রতিবন্ধী কমপ্লেঙ্রে ফলক উন্মোচন করেন। তিনি বলেন, প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যের একটি অংশ। তাদের প্রতি অবজ্ঞা করার সময় শেষ হয়েছে। তাদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রতিটি মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। অটিস্টিকসহ সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরাও এ মর্যাদা ভোগের সমান অধিকার রাখেন। অটিজম কোনো ব্যাধি নয়, এটি জন্মগত একটি অসুবিধা। অটিস্টিক শিশুদের অনেক সময় ঘরে বন্ধ করে রাখা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মা-বাবারা তাদের লুকিয়ে রাখেন। আসলে লুকানো উচিত নয়। তারাও এ সমাজের অংশ। সবাইকে সহানুভূতিশীল হতে হবে এবং তাদের প্রতি মায়া-মমতা ও দায়িত্ববোধ থাকতে হবে। যেহেতু জন্মগতভাবে তারা বুদ্ধি, দৃষ্টি, বাক বা অন্য যে কোনো ধরনের প্রতিবন্ধী, সেহেতু তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে তাদের প্রতি লক্ষ্য রাখতে ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটা অংশ। তারা যেন অবহেলার শিকার না হয়। তাদের মেধা বিকাশের যেন সুযোগ ঘটে, সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। তাদের জীবন নিরাপদ ও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমি জানি, অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে তাদের অবর্তমানে এ শিশুরা তাদের সম্পদের ব্যবস্থাপনা কীভাবে করবে তা নিয়ে চিন্তা করেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা অটিস্টিক ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩-এর মাধ্যমে ট্রাস্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি। এ ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের অর্থ-সম্পদ নিরাপদে ব্যবহার করতে পারবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের অাঁকা ছবি ঘুরে ঘুরে দেখেন এবং শিশুদের বুকে জড়িয়ে আদর করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সমাজকল্যাণ সচিব নাসিমা বেগম।