DMCA.com Protection Status
title=""

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

82f09afa-c868-4db2-84ee-4f694e2ab714_w640_r1_s_cx0_cy8_cw0_52096_63775যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। খবর বিবিসি অনলাইন।



জানা যায়, টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটির ভেতরে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্রে গুলির ঘটনাটি ঘটে। তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গুলির ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সামরিক পোশাকে থাকা ওই বন্দুকধারীও রয়েছেন।



এদিকে, সামরিক ঘাঁটিতে গুলি ও হতাহতের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। 

Share this post

error: Content is protected !!