দিল্লীর জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।
বুখারী এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন দিতে রাজি হয়েছেন। অতীতে তিনি প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছেন।
বুখারী বলেন, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক হয়েছে। বৈঠকে মুসলিমদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নেতৃত্ব দান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কংগ্রেসই সবচেয়ে উপযুক্ত দল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বেশিরভাগ নির্বাচনী জরিপ ও খবরে যখন বলা হচ্ছে এবার মুসলিম ভোট বিশেষত দিল্লীতে আম আদমি পার্টির দিকে যেতে পারে ঠিক সেই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে বুখারীর এ বৈঠক অনুষ্ঠিত হল।
সূত্র জানায়, বুখারীর নেতৃত্বে মুসলিম নেতা-কর্মীরা এর আগে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ও রাজিব শুকলার মত নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।