DMCA.com Protection Status
title=""

ভারতীয় পুরুষকে স্বামী হিসাবে পেতে চান সানি লিয়ন

9729সানি লিওন ভারতের পুরুষদের জন্য যেনো এক পরী। কিন্তু সেসব ছেলেদের মন সবসময়ই খচখচ করে। কারণ তাদের সপ্নের সানি ছিলো  বিবাহিত। সবাই তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে হিংসা করেন।   এবার তাদের মনে আশা জুগিয়েছে সানির বিচ্ছেদের সংবাদ।



জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই সানির পারিবারিক জীবনে সমস্যা চলছিল। তার অভিনীত সিনেমা ‘রাগিনি এমএমএস টু’ এর জন্য এতদিন মুখ খুলেননি সানি। তবে ধারণা করা হচ্ছে এবার তিনি তার স্বামীর কাছে বিচ্ছেদের আবেদন করবেন।



সানি বলেছেন, আমি ভারতের ছেলেকে বিয়ে করতে চাই। ভারতের ছেলেরা সাধারণত বহুগামী হন না। আমি আমার বিচ্ছেদের পরেই ‘রাগিনি এমএমএস টু’ সিনেমার পরিচালক একতা কাপুরের টিভি শো ‘সানি কা স্বয়ম্বর’ এ আমি আমার পছন্দের পাত্রকে খুজবো।

Share this post

error: Content is protected !!