চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কদম রসুল এলাকার আরেফিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ সময় অসুস্থ হয়ে পড়ে আরও চারজন। নিহতরা হলেন— ফারুক (২৮), রমজান (৩০), জসিম (২৬) ও গিয়াস (৩০)। শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিনের ছোট ভাই গিয়াস উদ্দিন বলেন, ‘কাটার জন্য পুরনো একটি জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ডে রাখা হয়।
পুরনো ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য বৃহস্পতিবার দুপুরে ৮ জনের একটি ব্যবসায়ী দল জাহাজটিতে ওঠেন। তারা নিজ থেকে সেখানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কার্বন-ডাই-অক্সাইডের বোতলের চিপ খুলে ফেলেন।
এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই অজ্ঞান হয়ে জাহাজে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে নগরীর অক্সিজেন আল আমিন বেসরকারি ক্লিনিকে নেয়া হয় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার চারজনকে মৃত ঘোষণা করেন।