কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে তা অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফিফা গোল প্রজেক্টের অধীনেই বাফুফে এ টার্ফ পাচ্ছে। রোববার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ টার্ফ অনুমোদন পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, বেশ কয়েক মাস আগে কমলাপুর স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিলাম আমরা। ক’দিন আগে ফিফা তা অনুমোদ দিয়েছে। তবে এই টার্ফ পেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে তারা।’
সিনথেটিক টার্ফ বসানোর জন্য বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বাফুফেকে ১০ বছরের জন্য লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনিয়ে বাফুফে ও এনএসসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরও হয়েছে।
এই চুক্তিপত্র ফিফার কাছে পাঠানোর পরই তারা বাফুফেকে টার্ফ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কারণ ফেডারেশনের নিজস্ব মালিকায় মাঠ না হলে ফিফা কোন টার্ফ দেবে না। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসলে এটি হবে দেশের ফুটবলের দ্বিতীয় সিনথেটিক টার্ফ। প্রথমটি বসানো হয়েছে বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে। ফিফা গোল প্রজেক্ট-৪ এর অধীনে এই টার্ফ পাচ্ছে বাফুফে।
গোল প্রজেক্ট-১ এর অধীনে বাফুফে ভবন, গোল প্রজেক্ট-২ এর অধীনে বাফুফে ভবন সংলগ্ন মাঠে টার্ফ এবং গোল প্রজেক্ট-৩ এর অধীনে সিলেট ফুটবল একাডেমির জন্য ফিফার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।