মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৪ নির্বাচিত হয়েছেন রাজস্থানের জয়পুরের মেয়ে কোয়েল রানা। ২০০৮ সালে ১৫ বছর বয়সে মিস টিন ইন্ডিয়াতেও প্রথম হয়েছিলেন কোয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন জটালেখা মালহোত্রা আর তৃতীয় হয়েছেন গেইল ডি’ সিলভা।
মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানে চ্যাম্পিয়ন কোয়েলের মাথায় সুদৃশ্য মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী নবনিত কাউর ধিলন। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।
মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৪ নির্বাচিত হওয়ার পর কোয়েল রানা বলেন, ‘এটা আমার কাছে বিস্ময় আর সবচেয়ে খুশির ব্যাপার। ভাবিনি আমিই সেরা হব।’ মিস ইন্ডিয়ার খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন তিনি।
সাব কনটেস্ট বিভাগে মিস হেলদি স্কিন বিভাগে সেরা হলেও কোয়েল লড়াইয়ে কিছুটা পিছিয়েই ছিলেন। কিন্তু প্রশ্নোত্তর বিভাগে বাজিমাত করে সব সুন্দরীকে হারিয়ে দেশসেরা সুন্দরী নির্বাচিত হন।
এবারই প্রথম মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের গ্রুমিং হয় বিদেশে। ১০ দিনের জন্য প্রতিযোগীদের নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায়। মুম্বাইয়ে এফবিবি মিস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪-এর অনুষ্ঠানে ছিলো তারকার ঢল।