DMCA.com Protection Status
title="৭

সংসদ ও উপজেলা নির্বাচনে প্রশাসনের ভূমিকার উচ্ছসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ সচিবরা আদালতের হাজিরা থেকে অব্যাহতি চান

image_84999প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সচিবদের মাঠ প্রশাসনের কাজ ও বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনের জন্য পুনর্নির্দেশ দিয়েছেন। সরকারি শূন্যপদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে দুটি কর্মকমিশন গঠনের কার্যক্রম শুরুর নির্দেশ দেন তিনি। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরি ও সরকারি ব্যবস্থাপনায় হাতে নেয়া প্রকল্পের কার্যক্রম শুরুর আগেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার নির্দেশ দেন। সচিবরা সরকারি মামলায় উচ্চ আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারি কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। সোমবার দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবদের সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে ৬১ জন সচিব উপস্থিত ছিলেন। ২৩ জন সচিব নানা বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে উপস্থিত একাধিক সচিবের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী সচিবদের মাঠপর্যায়ের কাজ সরেজমিন পরিদর্শন, সমস্যা চিহ্নিত করা, দিকনির্দেশনা প্রদান এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন। মাঠ প্রশাসনে অনেক বড় সমস্যা যেমন রয়েছে, তেমনি সাধারণ কিছু সমস্যাও রয়েছে_ যা শুধু নির্দেশনা দিলেই সমাধানযোগ্য। সচিবরা নিয়মিত পরিদর্শনে গেলে কাজে গতি আসবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অধস্তন কর্মকর্তারা কাজে প্রেরণা পাবেন। সুতরাং পরিদর্শনে নিয়মিত যাওয়া এবং প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে তা হাতে নেয়ার নির্দেশ দেন তিনি। এতে জনদুর্ভোগ ও হয়রানি কমবে; এক কাজ একাধিকবার করতে হবে না। দেশে সরকারি প্রতিষ্ঠানে সাড়ে তিন লাখ পদ বর্তমানে শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদগুলোতে জনবল নিয়োগ দেয় সরকারি কর্মকমিশন। কিন্তু একটি সরকারি কর্মকমিশনের পক্ষে বিশাল এ জনবল নিয়োগে সার্বিক কার্যক্রম পালন করা সম্ভব নয়। এতে বিদ্যমান পিএসসির পাশাপাশি নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জনবল নিয়োগের সার্বিক দায়িত্ব পালনের জন্য অরেকটি পিএসসি স্থাপনের বিষয় আলোচনা তোলেন শ্রম ও কর্মস্থান সচিব। প্রধানমন্ত্রী তার উত্থাপিত বিষয়টি নিয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী এখন থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়মিত অফিস করবেন। প্রয়োজনে সপ্তাহে দুইবার তিনি সচিবালয়ে অফিস করবেন। তিনি সবার কথা শুনবেন। মন্ত্রণালয়গুলোর কাজ বাস্তবায়নে কোথায় কী বাধা, তা তিনি নিজেই তদারকি করবেন। সব অফিসারের কথা তিনি শুনবেন। সমস্যা থাকলে সমাধান দেবেন। এতে কাজে গতি আসবে বলে মন্তব্য করেন একাধিক সচিব।

মাঠপর্যায়ে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতনের চেক মহাজনের কাছে রেখে সুদে টাকা নিয়ে প্রয়োজন মেটাচ্ছেন। এতে সুদখোর মহাজন বেশি সুদে টাকা বিনিয়োগ করছে। সাধারণ শিক্ষকরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে শিক্ষকদের ব্যাংক ঋণ সুবিধা দেয়ার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের যাতে মহাজনের দারস্থ হতে না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেয়া। শিক্ষকদের গৃহ নির্মাণসহ অন্যান্য প্রয়োজনে ঋণ দেয়া হবে। সে লক্ষ্যে কাজ শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আলোচনায় অংশ নিয়ে আইন সচিব সরকারি আইনজীবীদের অর্ধেক রাজনৈতিক ও অর্ধেক অ্যাটর্নি সার্ভিস হিসেবে নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আনেন। আইন সচিব বলেন, পাঁচ বছর পর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ নিম্ন আদালতের সরকারি আইনজীবীদের চাকরি শেষ হয়ে যায়। তাদের বিদায়ের পর অনেক ক্ষেত্রে সরকারি মামলার নথি আদালতে পাওয়া যায় না। সরকারের স্বার্থরক্ষার সঙ্গে সম্পৃক্ত প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের থেকে নিম্ন আদালতের সরকারি আইনজীবীরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। সরকারি স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রের আইনজীবীদের অর্ধেক রাজনৈতিক ও অর্ধেক অ্যাটর্নি সার্ভিস থেকে নিয়োগ দিলে ভালো হবে। প্রধানমন্ত্রী আইন সচিবের বক্তব্য সমর্থন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।

আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান সচিব ও পর্যটন সচিব বিমানের ফুয়েলের দাম কমানোর বিষয়টি সভাকে অবহিত করেন।

সরকারের সচিবরা মামলার হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন। কারণ সচিবদের সশরীরে উচ্চ আদালতে ডাকা হলে এর প্রভাব মাঠ প্রশাসনে যেমন পড়ে, তেমনি জনমনে এ বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। সচিবরা উচ্চ আদালতের হাজিরা থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ডাটাবেজ তৈরি করতে হবে। ডাটাবেজ না থাকায় প্রকল্পগুলোতে হরদম দুর্নীতি হচ্ছে। একই ব্যক্তি একাধিক প্রকল্পের সুবিধাভোগী। সাধারণ মানুষের অধিকারকে পুঁজি করে ভোটের রাজনীতিও হচ্ছে এখানে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকির জন্য ডাটাবেজ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ ও ভূমির বকেয়া বিল পরিশোধের ক্র্যাশ প্রোগ্রাম নেবে সরকার। সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, পাবলিক সার্ভিস অ্যাক্ট তৈরির কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি। প্রধানমন্ত্রী কিছু অনুশাসন দিয়েছেন। সেগুলো প্রতিপালন শেষে তা বাস্তবায়ন করব। সচিবদের সঙ্গে বৈঠকে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি ইনফোর্সমেন্টের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সংযুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠক শেষে প্রেস ব্র্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সুশাসন সংক্রান্ত আলোচনা হয়েছে। সচিবদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না। সচিবরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি খোলামেলা কথা বলেছেন; প্রধানমন্ত্রী দিকনির্দেশনা ও গাইডলাইন দিয়েছেন। সচিব আরও বলেন, নতুন নতুন প্রযুক্তিজ্ঞানকে আয়ত্তে নিয়ে তার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণের ওপরও জোর দিয়েছেন তিনি। সচিব বলেন, নতুন প্রযুক্তিজ্ঞানের যে প্রসার ঘটছে, তা আয়ত্তে নিয়ে ব্যবহার করা ও প্রশিক্ষণের ব্যবস্থা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে 'লাখো কণ্ঠে সোনার বাংলা' আয়োজনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উন্মোচন ঘটেছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও করতে হবে। সিভিল সার্ভিসে প্রশিক্ষণ বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। গত পাঁচ বছরের প্রধানমন্ত্রী সরকারে ভিশন, ফিলোসপি, পলিসি, প্রোগ্রাম বাস্তাবয়নের যথাযথ ভূমিকা রাখায় কর্মকর্তাদের প্রশংসা করেছেন। সচিব বলেন, দেশের ক্রান্তিলগ্নে নির্বাচনের আগে, পরে জনপ্রশাসনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে তিনি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!