প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের মিডিয়া প্রচারনায় নিষিদ্ধ করা হয়েছে বহুল প্রচারিত ইংরেজী দৈনিক ডেইলি স্টার এবং দেশের প্রথম বেসরকারী টিভি চ্যানেল একুশ টেলিভিশনকে।প্রধানমন্ত্রীর দফতরের দ্বায়ীত্বপ্রাপ্ত সূত্র এ খবরটি নিশ্চিত করেছে।
এর কারন হিসাবে এ দুটি মিডিয়ার সাম্প্রতিক বিতর্কিত ও সরকার বিরোধী প্রচারনার কথা উল্লেখ করেছে সূত্রটি।
উল্লেখ্য একই গ্রুপের প্রতিষ্ঠান ব্যবসায়ী লতিফুর রহমানের মালিকানাধীন ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও গ্রুপের অন্য পত্রিকা দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি।একই ভাবে আওয়ামী লীগ ঘরানার লোক জনাব আব্দুস সালামের একুশে টিভির বিরুদ্ধে এধরনের ব্যবস্থা নেয়ার ব্যাপারে মিডিয়া বিশেষজ্ঞগন বিষ্ময় প্রকাশ করেছেন।