DMCA.com Protection Status
title=""

কানাডার কুইবেক প্রাদেশিক পরিষদের নির্বাচনে কুইবেক লিবারেল পার্টির বড় জয়ঃ

download (19)image (1)

 

 

 

আজ কানাডার ফরাসী ভাষাভাষী একমাত্র প্রদেশ কুইবেক প্রাদেশিক পরিষদের গুরূত্বপূর্ন নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে বিরোধী কুইবেক লিবারেল পার্টি।১২৫ আসনের কুইবেক জাতীয় পরিষদে লিবারেল ৭০ আসন দখল করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।

 

ক্ষমতাসীন কট্টর জাতীয়তাবাদী পার্টি কুইবেকওয়া মাত্র ৩০টি আসনে জয়লাভ করে ক্ষমতা হারলো।এমনকি বর্তমান মূখ্যমন্ত্রী মাদাম পলিন মারওয়া তার নিজের আসনটিতেও পরাজিত হয়ে পার্টি প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন আজ রাতে।

download (18)image (2)

 

এছাড়াও  কোয়ালিশন কুইবেক  দল ৩০টি এবং কুইবেক সলিডারিটি দল পেয়েছে ৩টি আসন।

লিবারেল কুইবেকের নেতা কানাডার প্রখ্যাত নিউরো সার্জন ডাঃ ফিলিপ কুইয়ার্ড হতেচলেছেন কুইবেকের নতুন মূখ্যমন্ত্রী।উল্লেখ্য ক্ষমতাসীন পার্টিকু ইবেকওয়া এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্টতা অর্জন করতে পারলে কুইবেকের স্বাধীনতা ঘোষনার কার্যক্রম শুরু সহ বিভিন্ন বিতর্কিত ব্যবস্থা গ্রহনের ঘোষনা দিলে চরম অনিশ্চয়তা পড়ে যায় কুইবেক বসবাসরত প্রায় ১৫ লক্ষ অফরাসীভাষী বাসিন্দারা।লিবারেল পার্টির এ বিশাল জয়ে আপাততঃ হাপ ছেড়ে বাচলো সবাই।  

Share this post

scroll to top
error: Content is protected !!