দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার করা সিলেট জেলা বিএনপির দুই নেতাকে ফিরিয়ে নিয়েছে বিএনপি ।
তারা হলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম ও সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ।
রোববার পৃথক চিঠিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ”ইতোপূর্বে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কাজের সাথে লিপ্ত থাকার অভিযোগ দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক আপনাদের বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক স্বপদে পূনরায় পুনর্বহাল করা হলো। এখন থেকে আপনি দলের সাংগঠনিক কার্যক্রমসহ দলের শক্তি বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখবেন বলে দল আশা করে”।
দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে আবুল কাহের শামীম ও আলী আহমদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েও জয়ী প্রার্থীর কাছাকাছি যে পরিমাণ ভোট পেয়েছেন তা সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ১৯ দলীয় জোটের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফফার বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্বপদে বহাল করা হয়েছে। এখন থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে তাদের কোনো বাধা নেই।