দেশের প্রথিতযশা ও প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন।
বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ মার্চ এবিএম মূসাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাকে কয়েকবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ছিলেন তিনি।
বর্নাঢ্য সাংবাদিক জীবনের অধিকারী জনাব মূসা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং স্বাধীন বাংলাদেশে নির্ভীক ও সাহসী সাংবাদিকতার পথিকৃত ছিলেন।তার এই আপোষহীন অবস্থানের কারনে জীবনের অন্তিম ভাগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কাছে যথেষ্ট অপমান ও লাঞ্চনা সহ্য করতে হয়েছে তাকে।
তার মৃত্যুতে প্রথম বাংলাদেশ মিডিয়া পরিবার গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।