DMCA.com Protection Status
title=""

বেগম খালেদা জিয়ার দোয়া চাইলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজান

10151340_10203604179614194_8146033991019976493_n

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করলেন সাবেক ছাত্রদল নেতা ,মৌলভীবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান।

 

বিপুল সংখ্যক নেতা কর্মীসহ জন মিজান গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় তিনি দেশনেত্রীর দোয়া প্রার্থনা করলে বেগম জিয়া তার আশির্বাদ সর্বদা বিএনপি নেতা কর্মীদের জন্য রয়েছে বলে আশ্বাস দেন।

 

তিনি ভিপি মিজানকে অভিনন্দন জানান এবং নির্ভিক চিত্তে দেশ ও দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।অত্যাচারী এই বাকশালী সরকারের সকল হীন চক্রান্ত সম্পর্কে সকলে সজাগ থেকে ঐক্যবদ্ধ ভাবে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রস্ততি নিতে বলেন বেগম খালেদা জিয়া।

Share this post

error: Content is protected !!