জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। দলটির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ নিয়োগ দেন।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বাংলানিউজকে এ-তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।জাতীয় পার্টিতে জিয়াউদ্দিন বাবলু আওয়ামী ঘরানার লোক হিসাবে পরিচিত।
এদিকে গণমাধ্যমে পাঠানো এরশাদের সই করা এ-সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন যাবত্ দলীয় কার্যক্রমে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দলের গঠনতন্ত্রের বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
আর নতুন মহাসচিব নিয়োগের ফলে ছিটকে পড়লেন বহুল আলোচিত এবিএম রহুল আমিন হাওলাদার এমপি।