DMCA.com Protection Status
title=""

আমি পর্নোস্টার নইঃ নায়লা নাঈম

image_85571_0‘আমি এনএন এবং আমি পর্নোস্টার নই’, সম্প্রতি নিজের ফেসবুকে এমন ঘোষণাই দিয়েছেন বাংলাদেশের অন্যতম মডেল নায়লা নায়েম। এসময় তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখেন, ‘পর্নো
মুভি দূরের কথা, আমি কোনো নগ্ন শ্যুটও করব না।’
 
রোমান হরফে লেখা স্ট্যাটাসে তিনি বলেন,  Naila Nayem: My name is NN n im not a p**n star — feeling porn movie durer kotha nude shoot o korbo na!’
 
মঙ্গলবার রাতে নায়লা নায়েম তার নিজের ফেসবুক পেজে এ কথাই লেখেন।
 
এদিকে নায়লা নায়েম তার অফিসিয়াল ফেসবুক পেজে নিজের বর্ণনায় লিখেছেন, নায়লা নায়েম বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বনামধন্য মডেল। যদিও তিনি একজন ডাক্তার তারপরও ১৮ বছর বয়স থেকেই তার অসাধারণ শরীরি সৌন্দর্য্যে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন।
 
নায়লা বর্তমানে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পণ্যের ধ্রুপদী মডেলে পরিণত হয়েছেন বলেও সেখানে লেখা রয়েছে। 

Share this post

error: Content is protected !!