নিজ অনুসারীদের নিয়ে চট্টগ্রামে কর্মী সম্মেলন করতে এসে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনুসারীদের পাল্টা অবস্থানের কারণে পণ্ড হয়ে গেছে কাজী জাফর আহমদের জাতীয় পার্টির একাংশের কর্মী সম্মেলন।
শুক্রবার দুপুর ৩টায় নগরীর মুসলিম হলে সংগঠনের মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পাল্টা সমাবেশের ডাক দিলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় উভয় দলের অনুষ্ঠান।
তবে পুলিশ প্রহরায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে এরশাদের অনুসারীরা।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বাংলামেইলকে বলেন, ‘একই স্থানে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় আমরা কাউকেই সমাবেশ করতে দেয়নি।’
এ ঘটনায় মুসলিম হল এলাকা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।