DMCA.com Protection Status
title="শোকাহত

তোফায়েলকে উদ্দেশ্য করে খোকা, ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে আপনার সম্পৃক্ততা ছিল

Sadek-Hossain-Khokaবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, তোফায়েল সবকিছুতে তিন ফাল দিয়ে দাঁড়িয়ে যান। লাফিয়ে ওঠেন। আপনি এতো ক্ষমতাধর ছিলেন জিয়াউর রহমান আপনাকে ‘স্যার’ ‘স্যার’ বলতে বলতে অস্থির হয়ে যেতেন। তাহলে ৩২ নম্বরে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন, তখন তো আপনি টুঁ শব্দ করেননি। দুষ্টু লোকেরা বলে, সে হত্যাকাণ্ডের সাথে আপনার সম্পৃক্ততা ছিল। শনিবার শ্রমিক দল ঢাকা মহানগর কমিটির সম্মেলনে বক্তব্য দেয়ার সময় সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।



জাতীয় সংসদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করায় এভাবে তোফায়েল আহমেদের সমালোচনা করেন বিএনপির এ নেতা। সাদেক হোসেন খোকা বলেন, শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য অনেক তোষামোদ করতে পারেন। আপনি এখন মন্ত্রী হয়েছেন, খালেদা জিয়াকে পা ছুঁয়ে সালাম করে যান। আমাদের আন্দোলনের চাপে আপনি, আমু মন্ত্রী হয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে তোফায়েল আহমেদ যা খুশি তাই বলছেন। 



খোকা বলেন, শেখ হাসিনাও তোফায়েলকে বিশ্বাস করেন না। তোফায়েল গণফোরামের সাধারণ সম্পাদক হওয়ার কথা। এখন শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে তিনি অনেক তোষামোদ করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!