
স্বাভাবিকভাবেই মেয়েটির বাবা-মাও কম বয়সে নানা নানি হয়েছেন। তার মা মাত্র ২৭ বছর বয়সে নানি হয়েছেন। প্রাইমারি স্কুলে পড়ার সময়ই মেয়েটি ‘প্রেমে’ পড়েছিল ১৩ বছরের এক ছেলের সঙ্গে। যার পরিণতিতে ১১ বছরে গর্ববতী হয় সে। আর সন্তানের মা হয়েছে ১২ বছর ৩ মাস বয়সে। গত রোববারে একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে। এ নিয়ে অহঙ্কারের অন্ত নেই তার বাবার। তিনি তার মেয়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন,‘আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আমার কোনো লজ্জা নেই। আমি ওকে নিয়ে গর্বিত। মা হওয়া কোনো লজ্জার বিষয় নয়।’
তিনি আক্ষেপ করে বলেন,‘এটা তো সবাই জানে, এ বয়সে মেয়েদের ছেলে বন্ধু বা সঙ্গী থাকে। তারা বাবা-মায়ের চোখের আড়ালে যা খুশি তাই করে বেড়ায়। আমার মেয়ে যদি তেমন কিছু করতো তবে হয়ত আমরা বুঝতেও পারতাম না।’
মাত্র এক মাস আগে তারা জানতে পারেন মেয়ের গর্ববতী হওয়ার খবর। তখন সে আট মাসের পোয়াতি। তখন আর তাদের কিছু করার নেই। তখন তারা মেয়েরেক সহায়তা করার সিদ্ধান্ত নেন।
তবে তিনি জানান, তার তিনি বছরের আরো একটি মেয়ে এবং নয় বছরের ছেলে রয়েছে। তিনি চাননা তাদের জীবনে এই ঘটনা ঘটুক। এ কারণে এখন থেকেই তাদের চোখে চোখে রাখতে শুরু করেছেন। তার ভাষায়,‘এ ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। এখন আমরা আমাদের বাচ্চাদের দিকে কড়া নজর রাখছি।’
২০১২ সালে বড়দিনে এক পার্কে দুজনার দেখা। তখন মেয়ের বয়স ১০ আর ছেলের ১২। এরপর যথারীতি প্রেম এবং সবচেয়ে অল্প বয়সে মা হওয়ার এই রেকর্ড হাতিয়ে নেয়া।