DMCA.com Protection Status
title=""

সেক্সের বিনিময়ে বাসস্থান!

image_86739_0ইউক্রেন ত্যাগ করে যেসব নারীরা রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অদ্ভূত এক প্রস্তাব দিয়েছে এক রুশ ওয়েবসাইড।
 
জার্নাল সোস্যাল মিডিয়া নামের ওই সাইটিতে বলা হয়েছে, ইউক্রেনের যেসব মেয়েরা রাশিয়ায় থাকার জন্য জায়গা খুঁজছেন তারা চাইলে রুশ পুরুষদের ঘরে থাকতে পারবেন। বিনিময়ে তাদেরকে গৃহকর্তার জন্য ইউক্রেনের ঐতিহ্যবাহী সব্জি স্যুপ বানিয়ে খাওয়াতে হবে এবং যাবতীয় ঘরকন্নার কাজ করতে হবে।
 
আবার ঘরের কাজ না করতে চাইলে তাদের বাড়িওয়ালাকে নগদ অর্থ দিতে হবে। কোনো নারী যদি ঘরকন্নার কাজ বা স্যুপ তৈরি করতে না পারেন কিংবা বাড়ি ভাড়া দেয়ার টাকা না থাকে তাহলে? তারও ব্যবস্থা আছে। দিলদরিয়া রুশ পুরুষরা তাদেরকেও থাকার জায়গা দেবে। তাদেরকে কেবল রুশ পুরুষদের সঙ্গে মুফতে সেক্স করতে হবে!
 
ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে এক ডজনেরও বেশি ইউক্রেনীয় নারী তাদের এ প্রস্তাবে রাজি হয়েছে।

Share this post

error: Content is protected !!