DMCA.com Protection Status
title="শোকাহত

সরকারের ইঙ্গিতেই রিজওয়ানার স্বামী অপহরণ:বেগম খালেদা জিয়া

1395766695.বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে এ অপহরণের ঘটনায় সরকারের ইঙ্গিত রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তার মিডিয়া উইং দৈনিক প্রথম বাংলাদেশকে   এ কথা জানিয়েছে।

খালেদা জিয়ার পক্ষে মিডিয়া উইং জানায়, রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনায় ক্ষমতাসীনদের ইঙ্গিত রয়েছে বলে খালেদার অভিযোগ। তাই অনিত বিলম্বে তাকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমানকে অপহরণ করে। সিদ্দিকুর রহমান ফতুল্লায় একটি গার্মেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সৈয়দা রিজওয়ানা হাসান খ্যাতিমান পরিবেশবাদী এবং ২০১২ সালে এশিয়ার নোবেল বলে খ্যাত ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী।

বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের বিরুদ্ধে তিনিই প্রথম সোচ্চার হন। বিষয়টি তিনি আদালত পর্যন্ত নিয়ে যান। অবশ্য সরকার শেষ পর্যন্ত একে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ শিল্পের বিরোধিতা করতে গিয়ে সৈয়দা রিজওয়ানা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। সুন্দরবন সংলগ্ন এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও ঘোর বিরোধী তিনি। কিন্তু সরকার এ আমলেই সেখানে বিদ্যুৎকেন্দ্র করার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে বলে ঘোষণা দিয়েছে।

এই পেশার কারণেই অনেক শত্রু তৈরি হয়েছে তাদের কেউ তার স্বামীকে অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করছেন সৈয়দা রিজওয়ানা।

Share this post

scroll to top
error: Content is protected !!