DMCA.com Protection Status
title=""

নানা-নানি হচ্ছেন ক্লিনটন ও হিলারী

download (34)যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসিয়া প্রথমবারের মতো মা হতে চলেছেন।
 
৩৪ বছরের চেলসিয়া ক্লিনটন এবং তার স্বামী মার্ক মেজভিনস্কি এ সংবাদে দারুন খুশি হয়েছেন। আনন্দে ভাসছেন ক্লিনটন দম্পতিও। তারা প্রথমবারের মতো নানা নানি হচ্ছেন।ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ চেলসিয়া সন্তান প্রসব করবেন। বর্তমানে দাতব্য প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন চেলসিয়া। এই প্রতিষ্ঠানটি বিশ্ব জুড়ে স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। রাজনীতিতে কোনো আগ্রহ নেই ক্লিনটন কন্যার। তিনি সমাজসেবা নিয়েই দিন কাটাতে চান।
 
বুধবার নিউইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মা হিলারি ক্লিনটনের উপস্থিতিতে চেলসিয়া তার গর্ভবতী হওয়ার সংবাদটি ঘোষণা করেন। চেলসিয়া বলেন,‘আশা করছি আমি একজন ভালো মা হতে পারব যেমনটি ছিলেন আমার মা।’
 
উল্লেখ্য, হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে লড়বেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

Share this post

error: Content is protected !!