DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশে যুগ-যুগ ধরে ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ:শামীম ওসমান,এমপি

image_87005নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশের রাজনীতি নিয়ে খেলা এখনও শেষ হয়ে যায়নি। খেলা আরও আছে। আর এই খেলায় তৃতীয় শক্তি ক্ষমতায় আসবেন এটা যদি কেউ ভেবে থাকেন, তবে ভুল করছেন। আ.লীগ এদেশে যুগ-যুগ ধরে ক্ষমতায় থাকবে।’  

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের প্রতিটি এলাকায় একটি করে সেন্ট্রাল কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা শেষ কামড় দেবে। শেষ কামড়ের পর বাংলাদেশে শুধু স্বাধীনতার পক্ষের শক্তিরাই রাজনীতিতে থাকবে। যেখানে সরকার ও বিরোধীদল উভয় থাকবে স্বাধীনতার পক্ষের। স্বাধীনতাবিরোধী কোনো শক্তি বাংলাদেশের রাজনীতি থাকবে না ।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে উদ্দেশ করে শামীম ওসমান বলেছেন, ‘কোথাকার কোন রফিউর রাব্বি, তিনি পুরুষ নাকি নারী, নাকি হিজড়া, এখন পর্যন্ত জানতে পারলাম না।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘জিয়াউর রহমানের মাজারে গিয়ে খালেদা জিয়াকে একদিন কাদঁতে দেখা যায় না। অথচ পাকিস্তানের মেজর জাংজুয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রী থাকাকালে প্রৌটকল ভেঙে পাকিস্তানে শোক প্রস্তাব পাঠিয়েছিলেন। এখন তারেক রহমান পরীক্ষায় পাশ না করেও ইতিহাসবিদ হয়ে গেছেন। উনি এখন বলতে চান বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নন। উনার কাছ থেকে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতির সার্টিফিকেট নিতে হবে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী সর্ম্পকে শামীম ওসমান বলেন, ‘অনেকে বলে সাঈদীর ফাঁসি হলে নাকি বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কাদের মোল্লার বেলায়ও অনেকে এই কথা বলেছিলেন। কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সাঈদীসহ বাকিদেরও ফাঁসিতে ঝুলানো হবে। যুদ্ধাপরাধী কেউ পার পাবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবাইকে ফাঁসিতে ঝুলাবেন।’

জহিরুল ইসলাম পারভেজ গুমের ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘ এবি সিদ্দিক অপহরণের পর রিজওয়ানা তীব্র প্রতিবাদ গড়ে তুলে স্বামীকে ফিরে পেয়েছেন। রিজওয়ানা যদি পারভেজের বোন হতো তবে তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে পারভেজের খোঁজ করতেন আমরা পারভেজকে ফিরে পেতাম।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে বেগম সুফিয়ান আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বেগম সুফিয়ান সাক্ষাতকারে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আওয়ামীলীগারদের সন্তানদের জেলে যেতে হবে, এটা ভাবা যায় না। এটা আপনি ভাবতে পারেন না, আপনার খারাপ লাগে, আর আওয়ামী লীগ সরকারের আমলে পারভেজ গুম হয়ে গেল, তাতে আপনার খারাপ লাগে না? পারভেজ কি শিবির করতো নাকি যুবলীগ করতো? অন্যের জন্য কুয়া খুড়লে ওই কুয়ায় একদিন নিজেরই পড়তে হয়।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘দুঃখ লাগে যখন ২০০৮ সালের নির্বাচনে সারা বাংলাদেশে যে দল ৩২ হাজার ৬২৫ ভোট পায়, সেই দলের নেতারা নারায়ণগঞ্জ চালাতে আসে। পৃথিবীতে মাত্র একটি দল আছে যারা নিজেরা দল বিলুপ্ত ঘোষণা করে বঙ্গবন্ধুর বাকশালে যোগ দিয়েছিলো। আবার ৭৫’র বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর তারা আবার জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটার কাজে যোগ দিয়েছিলেন। তাদের এমন চরিত্র।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।  এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সহ সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!