মহাশূন্যে সবজি চাষের উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA= National Aeronautics and Space Administration)। নভোযান স্পেসএক্স-৩ পৃথিবীর শাকসবজির চারা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের পথে রওনা হয়েছে।
নভোযানটিতে বিশেষভাবে তৈরি একটি বাক্সে শাকসবজি চাষের চেষ্টা করা হবে, যে বাক্সটিকে বলা হচ্ছে পিলো। পিলোতে থাকবে সাদা আলোর ব্যবস্থা, আরও থাকবে লাল, নীল ও সবুজ আলো যা উদ্ভিদের জন্যে প্রয়োজনীয় ও ভারসাম্যপূর্ণ আলোর ব্যবস্থা করবে। এছাড়া থাকবে পরিমিত কার্বন ডাই অক্সাইডেরও সুবন্দোবস্ত।
নাসার মহাকাশে সবজি চাষের এ প্রকল্পটির নাম ভেজি। ভেজি প্রকল্পের অন্যতম বিজ্ঞানী জিওইয়া মাশা প্রকল্পের সফলতার ব্যাপারে আশাবাদী। সফল হলে মহাকাশে গবেষণাকারী বিজ্ঞানী ও নভোচারীরা মহাকাশে থেকেই তাদের খাদ্যতালিকায় যুক্ত করতে পারবেন তাজা শাকসবজি।
একইসঙ্গে আরও একটি আবেগঘন দিকের কথা উল্লেখ করেন মাশা। তিনি বলেন, ‘এর মাধ্যমে পৃথিবীবঞ্চিত মহাকাশচারীদের পৃথিবীর সঙ্গে যুক্ত থাকার অনন্য অনুভূতি হবে। মহাকাশে শাকসবজি ফলাতে গিয়ে তাদের বাগান করার মতই পরিচর্যা করতে হবে, যাতে করে তাদের মনে হতে পারে- তারা বুঝি প্রিয় জন্মভূমি পৃথিবীর বুকেই আছে ।’