DMCA.com Protection Status
title="৭

শেষ সীমানা পেরিয়ে শাসকগোষ্ঠী আজ দানব:বেগম খালেদা জিয়া

image_87329_0 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।



বেগম জিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী স্বেচ্ছাতন্ত্রের শেষ সীমানা অতিক্রম করে অতিকায় দানব হয়ে উঠেছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। চারিদিকে গভীর হতাশা ও নৈরাজ্যে দেশ আজ গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে।’



রোববার সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে চেয়ারপারসন এ কথা বলেন।



খালেদা জিয়া অভিযোগ করেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভুলুণ্ঠিত হয়েছে যে, বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করার পরও তাদের আইনী প্রতিকার পাবার অধিকারটুকুও চরমভাবে হরণ করা হচ্ছে। দেশে এখন আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে। আর এই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।’



তিনি বলেন, ‘জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সব অঙ্গকে সরকারি দলের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। এর ফলে বিরোধী মত, বিবেক ও চিন্তার স্বাধীনতাকে নিষ্ঠুর পীড়নে স্তব্ধ করে দেয়া হচ্ছে। যার একটি নতুন বহিঃপ্রকাশ দেখা গেলো- আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।’



মিথ্যা, বানোয়াট ও মনগড়া মামলায় গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমানের জামিন বাতিল এবং কারান্তরীণ করার ঘটনা দুরভিসন্ধিমূলক ও সরকারের বন্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয় বলে বেগম জিয়া উল্লেখ করেন।



তিনি বলেন, ‘অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, গুম, অপহরণ, গুপ্তহত্যা, হুমকি-ধামকি, কুৎসা ও নির্জলা মিথ্যাচার।’



বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমান এর মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!