DMCA.com Protection Status
title="৭

বিশ্বের দ্রুততম ১০ ফুটবলার

A.Valenciaগেল সপ্তাহে কোপা দেল রে’র ফাইনালে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দুর্দান্ত একটি গোল করেন রিয়াল মাদ্রিদের ফুটবলার গ্যারেথ বেল। ‘এল ক্লাসিকো’তে বেলের সেই গোলের পরই ফুটবল বিশ্বে দ্রুততম ফুটবলারদের নিয়ে শুরু হয় আলোচনা। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট বেলকে এই সময়ের সবচেয়ে দ্রুততম ফুটবলারের খেতাবও দিয়েছেন। ফুটবল ইউকে নামক একটি ওয়েবসাইট বিশ্বের দশ গতিমান ফুটবলারের তালিকা করেছে। তবে সে তালিকায় বেলের স্থান হয়েছে দ্বিতীয়। শীর্ষ দশ জনের মাঝে রয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। জেনে নিন বিশ্বের দশ দ্রুততম ফুটবলারের।

১. অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া (ম্যানইউ, ইকুয়েডর)

একটু অবাক করা হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ইকুয়েডরিয়ান উইঙ্গার অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া বর্তমানে এ গ্রহের সবচেয়ে দ্রুততম ফুটবলার। ফিফার মতে তিনিই সবচেয়ে দ্রুতগতির ফুটবলার। ঘণ্টায় ৩৫.২ কিলোমিটার দৌড়াতে পারেন তিনি। মাইলের হিসাবে যা ২১.৯। তবে চলতি মৌসুমে ম্যানইউয়ের সেরা একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না ২৮ বছর বয়সী এই ফুটবলারের।

২. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ, ওয়েলস)

ইংল্যান্ডের ওয়েলসের ফুটবলার গ্যারেথ বেল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সঙ্গে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম ফুটবলার। টটেনহ্যামের এই সাবেক ফুটবলারের রয়েছে দুর্দান্ত গতি। যার স্বরূপটা তিনি কোপা দেল রে’র ফাইনালে দেখিয়েছেন। বেল ঘণ্টায় ৩৪.৭ কিলোমিটার দৌড়াতে পারেন। মাইলের হিসাবে ২১.৬।

৩. অ্যারন লেনন (টটেনহ্যাম, ইংল্যান্ড)

সাবেক সতীর্থ গ্যারেথ বেলের পরেই রয়েছেন টটেনহ্যামের ফুটবলার অ্যারন লেনন। দ্রুততম ফুটবলারদের এই তালিকায় তৃতীয় তিনি। সঙ্গে তালিকার তৃতীয় ব্রিটিশ ফুটবলারও তিনি। ঘণ্টায় ৩৩.৮ কিলোমিটার দৌড়াতে পারেন হোয়াইট হার্ট লেনের এই ফুটবলার। মাইলের হিসাবে তা ২১।

৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)

ফিফা ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোরও দারুণ গতিময় এক ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদের এই তারকা বিশ্বের চতুর্থ দ্রুততম ফুটবলার। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ঘণ্টায় ৩৩.৬ কিলোমিটার দৌড়ান, মাইলে ২০.৯।

৫. থিও ওয়ালকট (আর্সেনাল, ইংল্যান্ড)

আর্সেনাল ফরওয়ার্ড থিও ওয়ালকট সবসময় স্পিডস্টার হিসেবে পরিচিত। ইংলিশ তারকা এ ফুটবলার বিশ্বের দ্রুততম ফুটবলারদের মধ্যে সেরা পাঁচে রয়েছেন। ইনজুরির সঙ্গে লড়াইরত এই ফুটবলার সর্বোচ্চ ৩২.৭ কিলোমিটার বেগে দৌড়াতে পারেন। মাইলের হিসাবে ২০.৩।

৬. লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি গতির চেয়ে গোল করার জন্যই বিখ্যাত। যদিও এই মৌসুমে ইনজুরি ও দলের বাজে সময়ের কারণে নিজের পায়ের কারিশমা সেভাবে প্রদর্শন করতে সক্ষম হচ্ছেন না আর্জেন্টাইন তারকা। ২৬ বছর বয়সী মেসি তারপরও বিশ্বের ষষ্ঠ দ্রুততম ফুটবলার। মাঠে সারাক্ষণই প্রায় হাঁটেন তিনি। তবে বল পায়ে মেসির ক্ষিপ্রতা সবারই জানা। ঘণ্টায় ৩২.৫ কিলোমিটার দৌড়াতে পারেন মেসি। মাইলের হিসাবে ২০.২।

৭. ওয়েইন রুনি (ম্যানইউ, ইংল্যান্ড)

ইংলিশ ফুটবলার ওয়েইন রুনিকে দেখে তার গতি সম্পর্কে ধারণা করা কঠিন। কিছুটা স্থূল শরীরের কারণে রুনিকে কখনোই খুব বেশি দ্রুতগতির ফুটবলার মনে হয় না। তবে এই শরীর নিয়েও রুনি অনেক দ্রুতই ছুটতে পারেন বল পায়ে। তাই দ্রুততম ফুটবলারদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রুনি। ঘণ্টায় ৩২.১ কিলোমিটার দৌড়ান ইংল্যান্ডের এই স্ট্রাইকার। মাইলে ১৯.১।

৮. ফ্রাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স)

ফ্রান্সের হয়ে মাঠে খুব ভালো সময় না কাটলেও গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে ফিফা ব্যালন ডি অর ট্রফির রেসে তৃতীয় হয়েছিলেন তিনি গতবার। গতির ঝড়েও রোনালদো-মেসিদের পরেই আছেন রিবেরি। বিশ্বের অষ্টম দ্রুততম ফুটবলার তিনি। ঘণ্টায় ৩০. ৭ কিলোমিটার দৌড়ান তিনি। মাইলের হিসাবে যা ১৯.১।

৯. আরিয়েন রোবেন (বায়ার্ন মিউনিখ, নেদারল্যান্ডস)

নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন গতির সঙ্গে ড্রিবলিং দিয়ে ডিফেন্ডারদের বড় দুঃস্বপ্ন হয়ে আছেন। সাবেক চেলসির এই ফুটবলার গতবার বুন্দেসলিগা জিতেছেন বায়ার্নের হয়ে। তিনি নবম দ্রুততম ফুটবলার। ঘণ্টায় ৩০.৭ কিলোমিটার দৌড়াতে পারেন তিনি। মাইলে যা ১৯.১।

১০. আলেক্সিজ সানচেজ (বার্সেলোনা, চিলি)

বিশ্বের দশম দ্রুততম ফুটবলার বার্সেলোনার চিলিয়ান ফুটবলার আলেক্সিজ সানচেজ। বার্সার হয়ে পুরো ম্যাচ খেলার সুযোগ এখন কমই মিলছে তার। তারপরও ঘণ্টায় ৩০.১ কিলোমিটার দৌড়াতে পারেন সানচেজ। মাইলের হিসাবে যা ১৮.৭।

Share this post

scroll to top
error: Content is protected !!