DMCA.com Protection Status
title="৭

সাভারে বহুতল ভবন ধসঃ শতাধিক লাশ উদ্ধার, ভেতরে আটকা পড়েছে হাজার কয়েক

Rana-Plaza2দেখতে দেখতে একবছর হয়ে গেলো সাভারের রানা প্লাজা ধ্বসের মর্মান্তিক দূর্ঘটনার।নিচের রিপোর্টটি  ছিলো এই ভয়াবহ দূর্ঘটনার প্রথম প্রকাশিত খবর।ঘটনার আকষ্ষিকতায় বিহবল জাতি তখনও জানতো না প্রায় ১২০০ মৃত্যু এবং সহস্রাধিক আহতের ব্যাথাভার  সহ্য করতে হবে তাদের পরবর্তি দিন কয়েকের মধ্যেই।রানা প্লাজায় নিহত সকল ভাই বোনদের  আত্মার শান্তি কামনা এবং কুখ্যাত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

 

সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের একটি আট তলা ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত  শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন কয়েক হাজার শ্রমিক । বহু হতাহতের আশঙ্কা করা images (30)হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হচ্ছে। আজ সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও পোশাক শ্রমিকরা উদ্ধার তত্পরতা শুরু করেছে। তবে ভবনটিতে কত সংখ্যক লোক আটকা পড়েছে তা এখনো জানা যায়নি। এছাড়া উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। তাছাড়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

বহুতল ভবনটির নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শপিং সেন্টার এবং এরপরের তলাগুলোতে বেশ কয়েকটি পোশাক কারখানা রয়েছে।

জানা যায়, মঙ্গলবারই ভবনটিতে ফাটল দেখা যায়। তবে এ বিষয়ে গুরুত্ব দেয়নি কেউই। আজ সকালে যথারীতি পোশাকশ্রমিকরা কারখানায় কাজ করতে আসে। এরপরই এ দুর্ঘটনা ঘটে।




bangladesh-petition-1-537x402এদিকে সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় আহতদের জন্য জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সব সরকারি বেসরকারি হাসপাতালকে রক্ত সংগ্রহে রাখার জন্য আহ্বান জানান। স্বেচ্ছায় রক্তদাতাদের নিজ দায়িত্বে এগিয়ে এসে হাসপাতালগুলোতে রক্তদানের অনুরোধ জানিয়েছেন তিনি।

এ পর্যন্ত আহত কয়েকশ’ জনকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রক্ত দিতে যোগাযোগ করুন: এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। মোবাইল: ০১৬৮১২১২৭৭৭ (রক্ত), ০২-৭৭৪৩৭৭৮-৮২

Share this post

scroll to top
error: Content is protected !!