জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা প্রকল্পের ডালিয়া হেলিপ্যাডে পৌঁছেছে বিএনপির লংমার্চ। বুধবার দুপুর পৌনে ১২টায় লংমার্চের গাড়িবহর সেখানে পৌঁছে।
ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দলটির দুই দিনের এ কর্মসূচি। এর আগে সকালে রংপুরে সমাবেশ করে লংমার্চকারীরা ডালিয়া পয়েন্ট অভিমুখে যাত্রা শুরু করে।
দুই দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন।
তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখী বিএনপির লংমার্চ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে থেকে যাত্রা শুরু করে।
গাজীপুরের কালিয়াকৈরে প্রথম, টাঙ্গাইলের বাইসপাস সড়ক মোড়ে দ্বিতীয় এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে তৃতীয় এবং বগুড়ার মাটিঢালী মোড়ে চতুর্থ পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চটি রাতে রংপুর শহরে যাত্রাবিরতি দেয়।