আন্দোলন, আলটিমেটাম, নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগ-সবকিছু ছাড়িয়ে আবারও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবদুচ ছালাম। সরকারের জণপ্রশাসন মন্ত্রণালয় আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫. ১৩২. ০২৫. ০১. ০০. ০৪০. ২০০৯-৪০৩/১(৫০) তারিখ- ২২.০৪.১৪ ইং এর মাধ্যমে আবদুচ ছালামকে উক্ত পদে আগামী এক বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল ২০১৪ তারিখ থেকে থেকে পরবর্তী এক বছরের জন্য আবদুচ ছালাম সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বেশ কিছুদিন ধরে সিডিএ চেয়ারম্যান পদ থেকে আবদুচ ছালামকে অপসারণ করাতে আন্দোলনে মাঠে নেমেছিল আ.লীগের অভ্যন্তরের একটি প্রভাবশালী মহল। শ্রমিক লীগ দীর্ঘদিন ধরে আবদুচ ছালামের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলো। ছালামকে বাদ দিয়ে দলের অন্য কোন নেতাকে চেয়ারম্যান পদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পর্যন্ত দেন দরবার করা হয়েছিল।
অবশেয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ মেয়াদে আবার নিয়োগ পেলেন আবদুচ ছালাম। উল্লেখ্য, ২০০৮ সালে আ.লীগ সরকার গঠনের পর প্রথম বারের মতো একজন স্থানীয় নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মহানগর আ.লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামকে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।
২০১১ সালের ২৬ এপ্রিল তার মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়। ২০১৩ সালের ১৯ মার্চ তৃতীয় দফা এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মঙ্গলবার চতুর্থ দফা মেয়াদ বাড়ানো হল আবদুচ ছালামের।