পানির ন্যায্য হিস্যা আদায়ে লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণে সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে। বিএনপি নেতারা একে বাঁচা-মরার সংগ্রাম বলে উল্লেখ করেছেন।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে এ সমাবেশ শুরু হয়। এর আগে বেলা পৌণে ১২টার দিকে লংমার্চ তিস্তা ব্যারেজে পৌঁছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা বিশাল গাড়ি বহর নিয়ে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করেন।
রংপুরের সমাবেশ তিস্তাসহ ভারতের সঙ্গে যে ৫৪টি অভিন্ন নদ-নদী আছে সেসব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য জন্য সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের বাঁচা-মরার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করার করতে হবে।'
লংমার্চে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের শিরিন সুলতানা প্রমুখ।