গত ৪২ বছরে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেশে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আজ ঢাকায় গত ৫৪ বছরের তুলনায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছিল। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১৯৪১ সাল থেকে তাপমাত্রার ধারণ করছে। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে এবং ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।
সে অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশে গত ৪২ বছরের রেকর্ড পরিমাণ তাপমাত্রা এবং ঢাকায় ৫৪ বছরের রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯, খুলনায় ৪০, বরিশালে ৩৮ দশমিক ৪, রাজশাহীতে ৪০ দশমিক ৪, রংপুরে ৩৭ এবং সিলেটে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।