মহানগরীর লালদীঘি মাঠে শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় পেশিশক্তির অনুপম প্রদর্শনী দেখিয়ে এগার বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামুর দিদার বলী। মাত্র ৩০ সেকেন্ডের লড়াইয়ে দিদার বলী প্রতিপক্ষ নারায়ণগঞ্জের হাবিবুল বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। গতকাল বিকেল ৩টায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে বলী খেলা উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এতে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, সিজেকেএসের সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দিন, বাংলালিংকের রিজিওনাল হেড মোহাম্মদ ফরহাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বারের নাতি শওকত আনোয়ার প্রমুখ। প্রতিযোগিতায় দ্বিতীয় হন নারায়ণগঞ্জের হাবিবুল রহমান। তৃতীয় হন রাঙ্গুনিয়ার ইউসুফ বলী।
আয়োজক কমিটির সভাপতি জহরলাল হাজারী জানান, এ বছর বলী খেলায় অংশ নেওয়ার জন্য ১০৩ জন প্রতিযোগী নিবন্ধন করেছিলেন। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির উদ্যোগে আয়োজিত বলী খেলা এ বছর ১০৫ বছরে পদার্পণ করেছে। প্রসঙ্গত, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবসমাজকে সংগঠিত করার জন্য এ বলী খেলার (কুস্তি প্রতিযোগিতা) প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার। এর পর থেকে প্রতি বছরই লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলী খেলা।