DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশে কেউ থাকতে চায় না’:আকরাম খান

image_88276_0বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেনারের পদ থেকে পদত্যাগ করে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ট্রেনার ডেভিড ডায়ার। ভালো সুযোগ নিয়েই মুশফিকদের ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। বিসিবি পরিচালক আকরাম খান দৈনিক প্রথম বাংলাদেশকে  বিষয়টা নিশ্চিত করেন।





শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালক আকরাম খান বলেন,‘অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চাকরি পাওয়ার কারণে জাতীয় দলের ট্রেনারের পদ ছেড়ে দিয়েছেন ডেভিড। আসলে বাংলাদেশে কেউ বেশি দিন থাকতে চায় না। বাংলাদেশের চেয়ে ভালো চাকরি পেলেই তারা চলে যায়।’





নতুন ট্রেনার নিয়োগ নিয়ে তিনি বলেন,‘আমরা খুব তাড়াতাড়ি ভালো একজন ট্রেনার নিয়োগ দেব। ট্রেনার ছাড়া তো চলবে না। চেষ্টা চলছে আরও ভালো ট্রেনার যাতে আনতে পারি।’





গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির ট্রেনার হিসেবে যোগ দেন ডায়ার। মূলতঃ তার দায়িত্ব ছিল কন্ডিশনিং ও স্ট্রেংথ কোচিংয়ের। আগামী ২০১৫ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন তিনি। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার বেশ আগেই অস্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছেন তিনি।


 


জাতীয় দলের মনোবিদ নিয়ে আকরাম খান বলেন,‘২০১১ সালের বিশ্বকাপে আগে যে মনোবিদকে নিয়োগ দেয়া হয়েছিলো তার থেকে আলী খান অনেক ভালো। তিনি বাংলাদেশি আরও ভালো হয়েছে। কারণ আমাদের ক্রিকেটারদের জন্য বাংলাদেশি হওয়াতে বেশি সুবিধা হয়েছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!