আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ এলাকার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারীরা।
রোববার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে আদালত চত্বর থেকে সাদা পোশাকধারী অস্ত্রধারীরা তাকে তুলে নিয়ে যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওয়ার খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে একইদিনে নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে নিখোঁজ হয়েছেন জেলা বারের আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক।
রোববার দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত ১০টার দিকে নিখোঁজের বিষয়টি জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও র্যাব-১১ এর কার্যালয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে নিজের ব্যবহৃত প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো গ-২৭-৩৩৩৭) বের হন অ্যাডভোকেট চন্দন সরকার। এরপর থেকে চালকসহ তার কোনো হদিস নেই। তার পরিবারের সদস্যরা ভেবেছিল তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন। কিন্তু রাত সাড়ে ৮টার পরেও তার ও চালকের মুঠোফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে নিখোঁজদের কোনো খোঁজ না পেয়ে রাত ১০টার দিকে আমি পুলিশ সুপারের নিকট মৌখিকভাবে অবহিত করি। পরবর্তীতে র্যাব-১১ এর নিকটও মৌখিকভাবে অবহিত করেছি।’
জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান বলেন, ‘সাখাওয়াত হোসেন খান মৌখিকভাবে আমাদের অবহিত করেছেন। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’