DMCA.com Protection Status
title=""

সিলেট মেয়র আরিফুলের শারীরিক অবস্থা উন্নতির দিকে: রাজধানীর ইউনাইটেডে চিকিৎসাধীন

download (47)হৃদরোগে আক্রান্ত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শনিবার সকালে সিলেট থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

 

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈনুদ্দিন মনজু জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে নগরের কাজীটোলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকাল সাতটা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়ার পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক মোমেনুজ্জামানের অধীনে তিনি চিকিত্সাধীন রয়েছেন।

 

চিকিৎসকের বরাত দিয়ে মঈনুদ্দিন মনজু আরও জানান, আরিফুল হকের হৃৎপিণ্ডে একটি ব্লক ধরা পড়ায় সেখানে একটি রিং লাগানো হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

 

Share this post

error: Content is protected !!