আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী মে দিবসে প্রধানমন্ত্রী যে সমাবেশ করবেন তার চেয়ে তিন-চারগুণ বেশি জনসমাগম নিজেদের সমাবেশে ঘটাতে প্রস্তুতি নিচ্ছে দলটি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় দলের নেতারা এ প্রস্তুতির কথা জানান। আগামী পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যোনে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশে গুম-খুন বৃদ্ধি পেয়েছে। এ দখলবাজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। দেশের জনগণকে এ ম্যাসেজ দিতে হবে যে বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আর তা প্রমাণ করার জন্য আগামী শ্রমিক সমাবেশে জনসমাগম বাড়াতে হবে।’
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, ‘আগামী পহেলা মে প্রধানমন্ত্রী টঙ্গীতে যে সমাবেশ করবেন, খালেদা জিয়ার সমাবেশে তার চেয়ে তিন-চারগুণ জনসমাগম ঘটাতে হবে। এ সরকারের পতন ঘটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিপল্প নেই। শুধু দোষারূপ করে আন্দোলন সফল হয় না। সম্বিলিতভাবে আন্দোলন সফল করতে হবে।’
যৌথসভা পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে শ্রমিক দলের নতুন সভাপতি আনোয়ার হোসেন দৈনিক প্রথম বাংলাদেশকে জানান, মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশ ব্যাপক লোক সমাগম ও সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা প্রতিদিনই শ্রমিক দলের নেতাকর্মী ও ঢাকা আশপাশের জেলার নেতাকর্মীদের সাথে প্রস্তুতি সভা করছি। আজ মঙ্গলাবারও সারাদিন নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করেছি।
শ্রমিক দলের পক্ষ থেকে সমাবেশে লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বছরে আমাদের একটি মাত্র দিবস তা হচ্ছে মে দিবস। এই দিবসের সমাবেশকে ঘিরে শ্রমিক দলের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপানা দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান অসুস্থ। তিনি হাসপাতালে আছেন। তিনি সুস্থ হয়ে সমাবেশে আসতে পারলে তিনিই সভাপতিত্ব করবেন।’