DMCA.com Protection Status
title="৭

খালেদা ফাহমীর প্রতি শেষ শ্রদ্ধার্ঘঃ

download (3)রেজাউর রহমানঃ বাংলাদেশ টেলিভিশনের সূচনা লগ্ন থেকে যিনি নিস্বার্থ ভাবে এই প্রতিষ্ঠানে তার মেধা ও শ্রম দিয়েছেন , যার উদারতায় ও বাংলাদেশ টেলিভিশনের সূচনা লগ্ন থেকে যিনি নিস্বার্থ ভাবে এই প্রতিষ্ঠানে তার মেধা ও শ্রম দিয়েছেন , যার উদারতায় ও সহযোগিতায় অগনিত শিল্পী, উপস্থাপক, পরিচালক তাদের প্রতিভা বিকাশ ও সৃষ্টি প্রচারের সুযোগ পেয়েছে তিনি অনন্যা এক নারী ……….তার নাম খালেদা ফাহমী |

আমি খালেদা আপার কাছে চির ঋনী | তার অপার স্নেহ আর সমর্থনের জন্যই আমার পক্ষে আইন আদালত অনুষ্ঠান করা সম্ভব হয়ে ছিল | তিনি আমাকে তিন মাস সময় দিয়ে বলেছিলেন "রেজা, তোমার অনুষ্ঠান পরিকল্পনা অভিনব কিন্তু খুবই images (3)ঝুকি পূর্ণ | এই অনুষ্ঠানে বিনোদনের কিছু নেই তাই এটা জনপ্রিয় হবে কি না সে বিষয়ে সন্দেহ আছে | তা ছাড়া আদালত নিয়ে নাটক করে বি টি ভি এর আগে আদালত অবমাননার দায়ে খুবই ঝামেলায় পড়েছে |

এরপরে তোমার অনুষ্ঠানের কারণে ঝামেলায় পড়লে তো আর কথায় নেই |" অনুষ্ঠান শুরু করার পর আপা আমার নিরাপত্তা নিয়ে এতই উদ্বিগ্ন হলেন যে বি টি ভির কি হবে তা নিয়ে আর কখনো কথা বলেন নি | সব সময় আমার বোনের মতই আমার খোজ খবর নিতেন| নিভৃতে আমাকে সতর্ক হতে বলতেন ……বলতেন শক্তিশালী অপরাধীরা তোমাকে মেরে ফেললে তোমার পরিবার ক্ষতিগ্রস্থ হবে আর কারো কিছু হবে না কিন্তু প্রকাশ্যে তিনি আমার পদক্ষেপের পক্ষে কথা বলতেন | তার অসামান্য অবদানের যোগ্য স্বীকৃতি তিনি পাননি | তার জন্য কোনো মানপত্র পড়া হয়নি , তাকে দেয়া হয়নি কোনো পদক | আত্মমর্যাদা সম্পন্ন এই নারী কারো কাছে কোনো অনুকম্পা বা স্বীকৃতি চাননি |

আজ তার চির বিদায়ের দিনে আমি অবনত মস্তকে পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি | তার সামনে ও জনসমক্ষে আমি যে কথা বহুবার বলেছি তা আবারও বলছি " আপা, আপনার অপার স্নেহ আর সহযোগিতার কারণে এক অখ্যাত, নিরুপায়, অনভিজ্ঞ সদ্য পাশ করা আইনজীবী আইন আদালত অনুষ্ঠান করার সুযোগ লাভ করেছিল , এর জন্য আমি আমি আপনার কাছে চির কৃতজ্ঞ" | আপনি , আপনার ভাইটির অশ্রুসিক্ত শ্রদ্ধার্ঘ গ্রহণ করুন | সহযোগিতায় অগনিত শিল্পী, উপস্থাপক, পরিচালক তাদের প্রতিভা বিকাশ ও সৃষ্টি প্রচারের সুযোগ পেয়েছে তিনি অনন্যা এক নারী ……….তার নাম খালেদা ফাহমি |

আমি খালেদা আপার কাছে চির ঋনী | তার অপার স্নেহ আর সমর্থনের জন্যই আমার পক্ষে আইন আদালত অনুষ্ঠান করা সম্ভব হয়ে ছিল | তিনি আমাকে তিন মাস সময় দিয়ে বলেছিলেন "রেজা, তোমার অনুষ্ঠান পরিকল্পনা অভিনব কিন্তু খুবই ঝুকি পূর্ণ | এই অনুষ্ঠানে বিনোদনের কিছু নেই তাই এটা জনপ্রিয় হবে কি না সে বিষয়ে সন্দেহ আছে | তা ছাড়া আদালত নিয়ে নাটক করে বি টি ভি এর আগে আদালত অবমাননার দায়ে খুবই ঝামেলায় পড়েছে |

এরপরে তোমার অনুষ্ঠানের কারণে ঝামেলায় পড়লে তো আর কথায় নেই |" অনুষ্ঠান শুরু করার পর আপা আমার নিরাপত্তা নিয়ে এতই উদ্বিগ্ন হলেন যে বি টি ভির কি হবে তা নিয়ে আর কখনো কথা বলেন নি | সব সময় আমার বোনের মতই আমার খোজ খবর নিতেন| নিভৃতে আমাকে সতর্ক হতে বলতেন ……বলতেন শক্তিশালী অপরাধীরা তোমাকে মেরে ফেললে তোমার পরিবার ক্ষতিগ্রস্থ হবে আর কারো কিছু হবে না কিন্তু প্রকাশ্যে তিনি আমার পদক্ষেপের পক্ষে কথা বলতেন | তার অসামান্য অবদানের যোগ্য স্বীকৃতি তিনি পাননি | তার জন্য কোনো মানপত্র পড়া হয়নি , তাকে দেয়া হয়নি কোনো পদক |

আত্মমর্যাদা সম্পন্ন এই নারী কারো কাছে কোনো অনুকম্পা বা স্বীকৃতি চাননি | আজ তার চির বিদায়ের দিনে আমি অবনত মস্তকে পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি | তার সামনে ও জনসমক্ষে আমি যে কথা বহুবার বলেছি তা আবারও বলছি " আপা, আপনার অপার স্নেহ আর সহযোগিতার কারণে এক অখ্যাত, নিরুপায়, অনভিজ্ঞ সদ্য পাশ করা আইনজীবী আইন আদালত অনুষ্ঠান করার সুযোগ লাভ করেছিল , এর জন্য আমি আমি আপনার কাছে চির কৃতজ্ঞ" | আপনি , আপনার ভাইটির অশ্রুসিক্ত শ্রদ্ধার্ঘ গ্রহণ করুন |

লেখক:কানাডা প্রবাসী আইনজ্ঞ,সাবেক মিডিয়া ব্যক্তিত্ব।

 

Share this post

scroll to top
error: Content is protected !!