গুম-খুন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘গত চার মাসে সারা দেশে ৬০ জন গুম-খুনের শিকার হয়েছে। সরকারের একজন মন্ত্রী বলেছেন, দেশে গুম, খুনের পরিমাণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন- আপনাদের সীমা কত? কতজন গুম বা খুন হলে তা আপনাদের সীমার মধ্যে থাকবে?’
বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইল কার্যালয়ে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আজ মহান মে দিবস। শ্রমিকদের অধিকার রক্ষার দিন। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হচ্ছে, আজো আমাদের শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার। তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে।’
তাজরিন ফ্যাশন ও রানা প্লাজায় নিহত শ্রমিকদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা আজ জিএসপি সুবিধা পাচ্ছি না। একটাই কারণ, বিশ্বের সবাই বলছে আমরা শ্রমিকদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি।’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এফ এম ফয়সাল চিশতী প্রমুখ।