DMCA.com Protection Status
title="৭

দেশে মোবাইল ব্যাংকিং গ্রাহক সংখ্যা দেড় কোটি

download (6)মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা ১৫ মিলিয়ন এর মাইল ফলক অতিক্রম করেছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের এখন গ্রাহক সংখ্যা  ১ কোটি ৫০ লক্ষ ২৩ হাজার ৬শত ৪ টি। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 



গত মার্চ মাসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর মোট লেনদেন হয়েছে ৩,৩৩,৬২,১৩৫ টি এবং মোট লেনদেনের পরিমান ৭৮৪৯.১২ কোটি টাকা; যা পূর্ববর্তী মাসের তুলনায় যথাক্রমে ১৪.৯৫ % এবং ২০.১২% বেশি। 



উল্লেখ্য, বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে ৭ ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এগুলো হলো:  Inward Remittance, Cash In transaction, Cash out Transaction, P2P transaction, Salary Disbursement (B2P), Utility Bill Payment (P2B); এছাড়া, আরও কিছু সেবা আছে, যেগুলো সরাসরি উল্লিখিত ৬ টি ক্যাটাগরির কোনটার অর্ন্তভুক্ত নয়, এই ধরনের সেবাসমুহকে ঙঃযবৎং  ক্যাটাগরির আওতায় বিবেচনা করা হয়। যেমন, স্কুল-কলেজের টিউশন ফি পরিশোধ। 



গত মাসে সব ধরনের লেনদেনের ক্ষেত্রে পূর্ববর্তী মাসের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যায় এবং সব সময়ের মত ঈধংয ওহ এবং Cash In Ges cash out transaction এর প্রবৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি যা এই দুটি লেনদেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই বহি:প্রকাশ। এছাড়াও, Salary Disbursement (B2P)  এর ক্ষেত্রে গত মাসে সর্বাধিক ২৬.৭১% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!