DMCA.com Protection Status
title="৭

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

62860_4444যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোতে দুই দিনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন ব্যক্তি। স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান এ টর্নোডোতে কয়েকটি অঙ্গরাজ্যের ক্ষতি হয়েছে। এসব স্থানে অনেক বাড়ি-ঘর, গাড়ি ও গাছপালা উড়ে গেছে।



উদ্ধারকর্মীরা রাতভর সার্চ লাইট দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছে।



আরকানসাস অঙ্গরাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এই অঙ্গরাজ্যে টর্নেডোতে ১৭ জন নিহত হয়েছে। ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২ জন। আইওয়া অঙ্গরাজ্যেও একজন প্রাণ হারিয়েছে। এছাড়া আলাবামা রাজ্যে ৬ জন ও মিসিসিপি রাজ্যে প্রাণ হারিয়েছে ৭ ব্যক্তি।



এ বিষয়ে ফিলিপাইন সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষতিগ্রস্তদের প্রতি সমাবেদনা জানিয়েছেন।



আরকানসাসের ভাইলোনিয়া শহরের মেয়র জেমস ফায়ারস্টোন বলেছেন, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আশেপাশের শহরগুলোর অগ্নিনির্বাপন কর্মীরাও এতে অংশ নিচ্ছে। এছাড়া শহরের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি। ওয়াশিংটন পোস্ট।

Share this post

scroll to top
error: Content is protected !!