নারায়ণগঞ্জের সাত খুন। বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত ঘটনা। এ হত্যাকাণ্ডে বাহিনীর কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাকে কোনো রকম ছাড় দেয়া হবে না। কাউকে বাঁচানোর চেষ্টাও করা হবে না। যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এমন সব প্রতিশ্রুতিই দিয়েছে র্যাব।
মঙ্গলবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান এ সব প্রতিশ্রুতি দিয়েছেন। সাত খুনের এ ঘটনায় তদন্ত কমিটির সভাপতি টিপু মুনশী তথ্যটির সত্যতা নিশ্চিত করেন।
এর আগে নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম এ হত্যাকাণ্ডে র্যাব-১১ এর কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ তোলে। এর পর পরই র্যাবের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পরদিনই সংসদীয় কমিটি বৈঠকে বসে।
এ সময় র্যাব মহাপরিচালক সুষ্ঠু বিচারের নজির হিসেবে চট্টগ্রামে মাজারের অর্থ লুটের ঘটনা তুলে ধরেন। এ ঘটনায় র্যাবের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন। এছাড়াও ছিলেন কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং কামরুন নাহার চৌধুরী।