বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদে
শ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান। সভায় বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে ১২ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাত্কার গ্রহণ করা হয়।
এরপর সর্বসম্মতিক্রমে বরিশাল-৫ (সদর) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেছা আফরোজকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। বরিশাল-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে গত ৪ থেকে ৬ মে তিন দিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলে। এ সময় ফরম সংগ্রহ করেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ, সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক, আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোরশেদা বেগম লিপি, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ড. ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভিন তালুকদার, শাম্মি আহমেদ, মিল্লাহ হোসেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ১৬ এপ্রিল এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ মে। বাছাই ১৪ মে আর প্রত্যাহারের শেষ দিন ২১ মে।