DMCA.com Protection Status
title="৭

মুক্তিপণের টাকা নিতে গিয়ে ছাত্রলীগের নেতাসহ আটক ৭

20020140510010345ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ নেওয়ার সময় ছাত্রলীগের পাঁচ নেতাসহ সাতজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। 



শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে থেকে এই সাতজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ক্ষুদ্র ব্যবসায়ী ফরহাদ ইসলামকেও। এই ঘটনায় ফরহাদের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। 



আটককৃতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি তানভীরুল ইসলাম, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মামুন, জসীম উদদীন হল কমিটির সাবেক সহসম্পাদক বাপ্পী, ছাত্রলীগের কর্মী হিমেল ও ব্যবসায়ী ফরহাদের বন্ধু আরফান। 



জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ব্যবসায়ী ফরহাদ ছোটবেলার বন্ধু আরফানের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আরফান ছাত্রলীগের নেতাদের নিয়ে ফরহাদকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ পূর্ব থেকে ওত পেতে থেকে অপরহরণকারীদের আটক করে। এদিকে আটককৃতদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের পক্ষ থেকে পুলিশের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 



পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে এক কর্মকর্তা বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ঘটনায় সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!