বিশ্ব ব্যাপি নিন্দার ঝড় তোলা নাইজেরিয়ায় উগ্রবাদী সংগঠন বোকো হারামের হাতে অপহৃত ৩০০স্কুল ছাত্রীদের ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি।
ভিডিও বার্তায় সংগঠনটি মুক্তিপণ হিসাবে দেশটির আদালতে বন্দি সব বোকো হারাম সদস্যদের মুক্তি দাবি করেছে। এটিকে সমঝোতার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার বার্তা সংস্থা এএফপি ১৭ মিনিটের এ ভিডিও বার্তাটি প্রচার করে। খবর বিবিসি।
ভিডিও বার্তায়, বোকো হারামের দল নেতা আবু বকর শেখাও বলেন, যতক্ষণ পর্যন্ত না বোকো হারামের সব সদস্যদের জেল থেকে মুক্তি না দেয়া হবে ততক্ষণ অপহৃত ছাত্রীদের আটক রাখা হবে। অপহৃত ছাত্রীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেও জানান তিনি।
ভিডিওতে অপহৃত ছাত্রীদের প্রার্থনারত অবস্থায় দেখা যায়। এবং তাদের সকলে হিজাব পরিহিত অবস্থায় ছিলো।
গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার দক্ষিণের একটি শহর থেকে ২০০ এর অধিক স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এসময় তাদের বিক্রি করে দেবারও হুমকি দেয় সংগঠনটি।
১৭ মিনিটের ভিডিওতে ৩ টি মেয়েকে কথা বলতে দেখা যায়। দুই মেয়ে জানায় তারা খ্রিস্টান ছিলো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এসময় তাদের শান্ত দেখাচ্ছিলো। তারা জানিয়েছে তাদের কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় নি।
এদিকে এই অপহ্রত ছাত্রীদের দ্রুত উদ্ধারে নাইজেরিয়াকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সহ কয়েকটিদেশ তাদের নিরাপত্তা বিশেষজ্ঞ দল প্রেরন করেছে সে দেশে।