DMCA.com Protection Status
title="৭

রিহ্যাবের কারণে অস্বাভাবিক হারে ফ্ল্যাটের দাম বাড়ছে : গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

2220140511152050গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রিহ্যাবের কারণে গুলশানসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের দাম বাড়ছে। রোবাবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে রিহ্যাব নেতাদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রিহ্যাবের কারণে সাধারণ মানুষ তাদের আবাসন সমস্যা সমাধানের জন্য নির্মিত ফ্ল্যাট কিনতে পারছেন না। তারা ক্ষেত্র বিশেষে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম নিচ্ছেন। বৈঠকে রিহ্যাব নেতারা মন্ত্রীকে বলেন, ঢাকা শহরের উত্তরা ও কামড়াঙ্গীর চরে মালয়েশিয়ান সরকারের মাধ্যমে ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ না করিয়ে তা রিহ্যাবের মাধ্যমে করানো সম্ভব।

এ কারণে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে কাজ করালে বিষয়টি আরো ভালো হবে। রিহ্যাব দেশেই আন্তর্জাতিকমানের ভবন নির্মাণ করছে। তাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান, সরকারি অনেক জমি রয়েছে যা বেহাত হয়ে যাচ্ছে। দেশে এখনো অনেক জমি রয়েছে যেখানে রিহ্যাব জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবে। এজন্য তাদের দরপত্রে অংশ নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, পূর্বাচলে ১০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে।

এখানে কাজ করার জন্য রিহ্যাবকে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি দেখার জন্যও বলেন মন্ত্রী মোশাররফ হোসেন। রিহ্যাব নেতারা বলেন, তাদের বিভিন্ন প্রকল্প পাসের জন্য রাজউকসহ বিভিন্ন জায়গায় অনেক সময় লাগে।

এজন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা, তাদের অবিকৃত প্রায় ২২ হাজার ফ্ল্যাট বিক্রির জন্য সহজ শর্তে অর্থ মন্ত্রণালয়ের একটি প্যাকেজ ঘোষণা করা, ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি সাড়ে ১১ ভাগ থেকে কমিয়ে সাড়ে ৬ ভাগে নামিয়ে আনারও দাবি জানানো হয়। 

Share this post

scroll to top
error: Content is protected !!