সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ১১ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার মো. সেলিম (৩৫), মো. মাসুম, বাহাউদ্দিন (৩১) ও মতিউর রহমান (৩২), তিতাস উপজেলার মো. জালাল (৩৫), নাজির হোসেন (৩৫), রাজু হোসেন ও মো. শাহালম (৩৫), মেঘনা উপজেলার আ. গাফফার (৩২)।
অন্য ২ জনের নাম জাকির (৫৫) ও আফতাব (৪৫)। জাকিরের বাড়ি ফেনী ও আফতাবের বাড়ি মাদারীপুর জেলায়।
ভারতীয় দু’জনের নাম ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।
হিলা নামে ওই সোফা কারখানায় ১৩ জন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় শ্রমিক কাজ করতেন। ঘটনার সময় তারা কাজ শেষে কারখানায় বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে।
মৃতদেহগুলো আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে বলে সূত্র জানায়।