DMCA.com Protection Status
title="শোকাহত

সুনামগন্জের প্রবাসী বিএনপি নেতা ‘মুজিব এখনো জীবিত, দর কষাকষি চলছে’

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ‘00320140512144750নিখোঁজ’ যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক রেজাউল হক সুহেল এখনো জীবিত বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ।

তিনি বলেছেন, ‘তারা এখনও বাংলাদেশেই আছেন। আগামী ২-৩ দিনের মধ্যেই তাদের সন্ধান পাওয়া যেতে পারে।’

দায়িত্বশীল দেশি-বিদেশি অনেক আইন প্রয়োগকারী সংস্থাই মুজিবকে খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান হারুন অর রশিদ।

গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে গাড়িচালকসহ নিখোঁজ হন মুজিবুর রহমান। তার পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে।

আইন প্রয়োগকারী একটি সংস্থার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মুজিবের সঙ্গে একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের অর্থের লেনদেন নিয়ে দর কষাকষি চলছে। এ আলোচনা সফল হলে মুজিবকে অক্ষত অবস্থায় মাফিয়ারা ফিরিয়ে দিতে পারে বলেও আন্তর্জাতিক পুলিশি সংস্থার তদন্তে বলা হয়েছে।

পুলিশ সুপার এ প্রসঙ্গে দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, আন্তর্জাতিক মাদক পাচার নিয়ে একটি চক্রের সঙ্গে মুজিবের অর্থ লেনদেন নিয়ে বনিবনা হওয়ার তথ্য তারাও পেয়েছেন। এ তথ্য যাচাই-বাছাই করে এগুচ্ছে পুলিশ। যুক্তরাজ্যে মুজিবের ৩ বছরের সাজার তথ্য এবং অর্থদণ্ডের তথ্য তারা পেয়েছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বলেন, ট্র্যাকিংয়ে পর ময়মনসিংহের যেখানে মুজিবের মোবাইল পাওয়া গিয়েছিল আটক লিয়াকত ও কালাম ওই এলাকারই বাসিন্দা।’

‘মুজিব অপহরণের পরদিন সিলেট থেকে একজন লন্ডন প্রবাসীসহ ৪ ব্যক্তি লিয়াকতের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। তবে লিয়াকত ও কালামের কথাবার্তায় নানা গরমিল রয়েছে।’ বলেন তিনি

মুজিবের শ্যালক লন্ডন প্রবাসী ব্যারিস্টার আনোয়ার হোসেন দৈনিক প্রথম বাংলাদেশকে  বলেন, ‘আমরা যে কোনোভাবে মুজিবের সন্ধান চাই। পুলিশ সুপার সোমবার দুপুরে আমাদের জানিয়েছেন মুজিব জীবিত আছেন। ২-৩ দিনের মধ্যেই তার সন্ধান পাওয়া যাবে। আমরা এ আশ্বাস শতভাগ সত্য মনে করছি।’

ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

এ ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আটক যুবদল নেতা আলী আকবর চৌধুরী, ছাত্রদল নেতা তারেক আহমদ ও জিহাদ মিয়াকে মঙ্গলবার সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

আদালত ৩ জনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে।

এছাড়া শনিবার রাতে আটক ময়মসিংহ সদর উপজেলার চরশিরতা গ্রামের শিবসাত ইউপি সদস্য লিয়াকত ও আবুল কালাম আজাদকে সোমবার একই আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

Share this post

scroll to top
error: Content is protected !!