DMCA.com Protection Status
title=""

জিয়াউর রহমান দেশের কয়েকটি প্রজন্মকে নষ্ট করেছেঃইয়াসেফ ওসমান

image_90948_0৭৫ পরবর্তী সময়ে দেশের কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টায় মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালিকা ক্যাম্পাসে ‘মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও বইমেলা ২০১৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

 

তিনি বলেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্ম একটা আদর্শ নিয়ে জন্মেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা একদিন বিজ্ঞানী হবে, তারাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। ৭৫ পরবর্তী সময়ে আমাদের কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এর জন্য দায়ী তৎকালীন সরকার প্রধান জিয়াউর রহমান।’

 

তিনি এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশকে কিছু দিতে হলে বিজ্ঞানমনস্ক মানুষ তৈরি করতে হবে। তা না হলে জাতি পিছিয়ে পরবে। আমাদের সবাইকে একজন সৎ শিক্ষক হতে হবে, না হলে আমাদের ছাত্র-ছাত্রীরা আমাদের সম্মান করবে না।’

 

সমাপনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা, কৃষি ও তথ্য-প্রযু্ক্তি সকল ক্ষেত্রেই দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ৭১ এর ষড়যন্ত্রকারী সেই জামাত-শিবির দেশকে পেছনের দিকে নিয়ে যেতে নানা রকম চক্রান্ত করছে। তারা যেন আমাদের কমলমতি ছেলে-মেয়েদের পথভ্রষ্ট করতে না পারে তার জন্য এই ধরনের বিজ্ঞান মেলার বেশি বেশি আয়োজন করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান-প্রযুক্তির প্রতি আরো আগ্রহী করে তুলতে হবে।’

 

এ সময় কলেজের অধ্যক্ষসহ গভর্নিংবডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

Share this post

scroll to top
error: Content is protected !!