DMCA.com Protection Status
title="শোকাহত

অভিনেত্রী ফারজানা ছবির বিয়ে ও গায়ে হলুদের কিছু অদেখা ছবি

 শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী ফারজানা ছবি। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেত্রীর বিয়ের প্রতি অনীহা ছিল এতদিন। অবশ্য পছন্দসই পাত্র পাচ্ছেন না বলেই বিয়েটা করা হচ্ছে না- এমন মন্তব্যই বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শেষ পর্যন্ত তার পাত্রের সন্ধান মিলেছে। তিনি অপরিচিত কেউ নন। ছবিরই পূর্ব পরিচিত। ঢাকা কমার্স কলেজের সহযোগী প্রফেসর তন্ময় সরকারের সঙ্গে ১৭ এপ্রিল ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে ছবির বাগদান সম্পন্ন হয়েছে।

৫ মে ছবির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ছবিতে দেখুন ফারজানার একটি অদ্ভুত সুন্দর ছবি।

গায়ে হলুদের দিন কেমন লাগছে বরকে সবারই জানতে ইচ্ছা করছে। তবে দেখুন বেগুনি রংয়ের দুটি শেডে কি সুন্দর মানিয়ে গেছেন তন্ময় সরকার।

৯ মে সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনীর 'ফ্যালকন' হলে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবির সাথে ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর তন্ময় সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মূলত ফারজানা ছবির সঙ্গে তন্ময় সরকারের পরিচয় কমার্স কলেজে পড়ার সময় থেকে। তারপর দুজনের মধ্যে বিগত দিনগুলোতে শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের এ বন্ধুত্বকে স্থায়ী করার জন্যই দুজনের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা করতে যাচ্ছে।

বিয়ে করার অনুভূতি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘তন্ময়ের সঙ্গে আমার বন্ধুত্ব বহুদিনের। তবে মূলত উভয় পরিবারের সম্মতিতে এবং সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। সংসার জীবনে পা রাখলে মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয় এবং আমার সে মানসিকতা আছেও। সবার কাছে দোয়া চাইব যেন খুব প্রশান্তির একটা জীবন হয় আমাদের।

 

Share this post

scroll to top
error: Content is protected !!