ফ্লিমি স্টাইলে প্রাকাশ্য দিবালোকে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী সদরে বিলাসী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০), স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও মামুন (৩০)। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পত্রিকার সম্পাদক ফরহাদ জানান, চেয়ারম্যান একরামুল হকের সঙ্গে তার গাড়িতে করে তারা ফেনী সদর থেকে ফুলগাজীতে যাচ্ছিলেন। বিলাসী হোটেলের সামনে পৌঁছানোর পরে আট/দশজনের মুখোশধারী একটি দল গাড়ি লক্ষ্য করে দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় চেয়ারম্যান একরামুল হক গুলিবিদ্ধ হন।
কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা তিনজন গাড়ি থেকে নামতে পারলেও গুলিবিদ্ধ একরামুল হক বের হতে পারেননি। তিনি গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মারা যান। পুলিশ ও দমকল বাহিনী পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। গাড়ি থেকে একরামুল হকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চেয়ারম্যান একরামুল হকের লাশ ফেনী সদরের মর্গে পাঠানো হয়েছে।