বুধবার বিশ্বের সর্ববৃহৎ দুই ফিল্ম পাড়া হলিউড ও মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রীদের কে কতটা ধনবান তার এক পর্যায়ক্রমিক তালিকা প্রকাশ করে ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান। ঐ তালিকায় সেরা দশ ধনী অভিনেতার মধ্যে বলিউডের কিং খানের নাম দ্বিতীয় স্থানে শোভা পাচ্ছে।
শাহরুখের সম্পদের পরিমাণ ৬০ কোটি মার্কিন ডলার। সম্পদের পরিমাণের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ক্লিন্ট ইস্টউড, টম হ্যাংকস, জ্যাক নিকলসনের মতো একাধিকবার অস্কারজয়ী প্রবাদপ্রতীম প্রবীণ অভিনেতাদের। আর হালের টম ক্রুজ, জনি ডেপের মতো জনপ্রিয় নায়কেরা তার নিচে তো বটেই।
৮২ কোটি মার্কিন ডলার নিয়ে প্রথম স্থান অধিকার দখল করেছেন প্রবীণ মার্কিন কৌতুকাভিনেতা জেরি সেইনফিল্ড। ৪৮ কোটি মার্কিন ডলার নিয়ে শাহরুখের পরেই আছেন টম ক্রুজ। জনি ডেপ ও টেইলর পেরির সম্পদের পরিমাণ ৪৫ কোটি মার্কিন ডলার।
জ্যাক নিকলসন ৪০ কোটি মার্কিন ডলার নিয়ে সপ্তম স্থানে আছেন। আর টম হ্যাংকস ৩৯ কোটি মার্কিন ডলার নিয়ে হয়েছেন ৮ম।
১৯৮৮ সাল থেকে শুরু করে এ যাবত শাহরুখ ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একজন অভিনেতা ছাড়াও তিনি একাধারে প্রযোজক, উপস্থাপক, একটি ক্রিকেট দলের যৌথ অংশীদার এবং মানবহিতৈষী দানবীর। ভারতীয় উপমহাদেশে জীবিত অভিনেতাদের মধ্যে প্রবাদতুল্য সর্বাধিক জনপ্রিয়তার অধিকারী অভিনেতা তিনি।